সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় ৩৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের মৌলভীপাড়ার সানাউল্লাহ, আমতলা কাজীপাড়ার হামিদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় একই ইউনিয়নের চৌধুরীরহাটে মাংস বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা ঘোড়ার মাংস পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোড়া বাজারে এনে সবার সামনেই জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিল সানাউল্লাহ ও হামিদুর। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫ কেজি মাংসসহ তাদের গ্রেফতার করে। ওই সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, প্রকাশ্যে ঘোড়ার মাংস বিক্রির ঘটনায় গ্রেফতার সানাউল্লাহ ও হামিদুরসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বুধবার সকালে মামলা করেছেন বোদা থানার এসআই লিপন কুমার বসাক। পরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার করা মাংসগুলো উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply