মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের পিড়িতে বসেই অসুস্থ হয়ে পড়া কনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এতে বাড়িতে বউ নিতে এসে কনের শেষকৃত্য করে বাড়ি ফিরেছে বরসহ বরযাত্রী।
শুক্রবার কনৌজের ভগতপূর্ব গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, বিনিতা নামের মেয়ে বিয়ে করতে কনের বাড়ি আসে বর সঞ্জয় ও তার পরিবার। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হন ১৯ বছরের কনে। অজ্ঞান অবস্থায়ই বিনিতাকে নিয়ে কানপুরের উদ্দেশে রওনা হন তার বাবা। তবে সড়কেই বিনিতার মৃত্যু হয়।
পরে সরকারি সেবা নম্বরে পুলিশকে ঘটনা জানায় পরিবার। এতে বিনিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে শনিবার পরিবারের কাছে মরদেহ দেয় পুলিশ। শনিবার বিকেলেই বিনিতার শেষকৃত্য শেষ হয়। এরপর বাড়ি ফিরে বরযাত্রী।
এদিকে বিনিতার মৃত্যুর রহস্য খোঁজে দেখছে পুলিশ। এরইমধ্যে তার শরীরে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে করোনার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
সূত্র- এবিপি নিউজ।
Leave a Reply