রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শনিবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চরকাউয়া থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্সির তাল্লুক গ্রামের জাহাঙ্গীর মল্লিকের ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই উপজেলা কচুয়া গ্রামের মৃত আঃ খালেক বালীর ছেলে বেল্লাল বালি (২৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির বন্দর থানার এসআই সামসুল ইসলাম ও এসআই সজল সাহার নেতৃত্বে একটি দল বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবাসহ জাহিদুল ও বেল্লালকে আটক করেন তারা। এঘটনায় আটকদের বিরুদ্ধে এসআই সজল সাহা বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, নিয়মিত চলমান মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply