বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো অফিসের কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিএমপি হেডকোয়াটারে পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক বাংলাদেশের আলোর বরিশাল ব্যুরো এইচ আর হীরা, জেলা প্রতিনিধি মজিবর রহমান নাহিদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে বিএমপি কমিশনার বাংলাদেশের আলোর “শৃঙ্খলার আলো” বিভাগের ভূয়সী প্রসংশা করেন এবং বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এছাড়া সাক্ষাতকালে পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেন, ‘পুলিশ কর্তৃক মানুষকে হয়রানীর যে বিষয়টি হয়ে থাকে সেটি আমরা একেবারে প্রায় জিরো পর্যায়ে নিয়ে এসেছি। ইচ্ছাকৃতভাবে যদি কোন পুলিশ সদস্য অন্যায় করে সেক্ষেত্রে আমরা শাস্তির ব্যবস্থা করছি। মোটকথা জনগনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে পুলিশ কাজ করে সেবিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
Leave a Reply