রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) বিএনপির সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী, ছেলে ও মেয়েকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের বিবরণ যাচাইয়ে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আগামী ১২ এপ্রিল হাজির হতে বলা হয়েছে।
নোটিশ পাওয়া তিনজন হলেন– প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে কামরুল আহসান রূপন ও মেয়ে মালিহা বেগম।
নোটিশে তাঁদের নামে থাকা রিভার আইল্যান্ড ইন্ট্রেগেশন লিমিটেড কোম্পানির মূলধনের উৎস সংক্রান্ত কাগজপত্র, কোম্পানির শেয়ার পরিবর্তনের কাগজপত্র, আয়কর নথি এবং সম্পদ বিবরণীতে সব স্থাবর ও অস্থাবর সম্পদের দলিলপত্র চাওয়া হয়েছে।
কামরুল আহসান রূপন বলেন, তাঁকেসহ মা ও বোনকে ১২ এপ্রিলের মধ্যে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে যাওয়ার নোটিশ পেয়েছেন। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বিসিসি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার তিন দিনের মাথায় এ নোটিশ পেলেন। তাঁর দাবি, রাজনৈতিক হয়রানি এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে এ নোটিশ দেওয়া হতে পারে।
রূপন জানান, তাঁর বাবা আহসান হাবিব কামাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতি করেছেন। তিনি পৌর কমিশনার, চেয়ারম্যান ও সিটি মেয়র ছিলেন। এর আগে একই নোটিশ ২০১৪, ১৬ এবং ১৮ সালেও দুদক দিয়েছিল। গত বছরের ৩০ জুলাই মৃত্যুর আগে তাঁর বাবা সেগুলোর জবাব দিয়েছেন।
দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল গাফফার বলেন, প্রয়াত আহসান হাবিব কামাল পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয় অনেক আগে। এরই মধ্যে তাঁরা সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এখন তাঁদের উপস্থিতিতে বিবরণী যাচাই-বাছাই করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
Leave a Reply