সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ জনবহুল এলাকায় ফসলি জমিতে বে-আইনিভাবে অবৈধ ভাটা স্থাপন করে ইট পোড়ানোর অভিযোগে বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে ইট ভাটার ড্রাম চিমনী গুড়িয়ে দেওয়ার ৩ দিনের মধ্যে ফের চালু হওয়ায় বিস্মিত এলাকাবাসী! দায়সারা অভিযান ও বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে এলাকা থেকে কয়েকবার জানানোর পরেও ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ভূক্তভোগীরা।
উপজেলার উত্তর দেহেরগতিতে নিয়ম না মেনে বছরখানেক আগে গড়ে তোলা হয় তাজ ব্রিকস। স্থানীয়দের ভাষ্যমতে, গায়ের জোরে জনবহুল এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মোঃ সাগর ফকির ব্রিকসটি স্থাপন করে। ড্রাম চিমনি ব্যবহার ও কাঠ পুরিয়ে ইট পোড়ানোয় ইতিমধ্যে এলাকায় কৃষি,গাছপালা ও শিশুদের ব্যপক ক্ষতি লক্ষ করা যাচ্ছে। স্থানীয় জাহাঙ্গীর তালুকদার ও জসিম উদ্দিন কালাম বলেন, অচিরে এই ব্রিকস স্থানান্তর না করলে স্বাস্থ্য ঝুকিতে পরবে এলাকাবাসী। এদিকে স্থানীয় সমাজ সেবক নাসিম মুন্সি প্রতিবাদ করায় চাদাবাজ দাবি করে একটি সংঘবদ্ধ চিহিৃত চক্র দ্বারা এলাকায় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে তাজ ব্রিকস এর মালিক সাগর ফকিরের বিরুদ্ধে।বরিশাল পরিবশে অধিদপ্তরের পরিদর্শক মোঃ তোতা মিয়া বলেন, বিষয়টি আমারা অবগত রয়েছি।
শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য (৯মার্চ) বাবুগঞ্জ উপজেলার তাজ ব্রিকস নামের ইট ভাটা টি বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ড্রাম চিমনী গুড়িয়ে দেয়। এতে অংশগ্রহণ করে ফায়ার সার্ভির্সের একটি দল। এ সময় জরিমানা কওে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply