রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান সহায়তা বিতরণ কার্যক্রম ২য় দিনেও অব্যাহত রয়েছে। রবিবার সকালে ২য় দিনেও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান অানিচুর রহমান সবুজ এর অায়োজনে ওই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে ৪,৫,৬ নং ওয়ার্ডের দেড় শতাধীক খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রাইসুল ইসলাম ওমর, ইউপি সদস্য জাকির হোসেন, জুয়েল মোল্লা, মাসুম বিল্লাহ, মমতাজ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান অানিচুর রহমান সবুজ বলেন, পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী যথাযৌগ্য পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এইভাবে অাগামী ৩ দিনে ইউনিয়নের ৪৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা পর্যায়ক্রমে চলমান থাকবে।
প্রতিটি পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ২ কেজি অালু বিতরন করা হচ্ছে।
Leave a Reply