সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র মোঃ মহি উদ্দিন রাকিব(২০) নিখোঁজের ৩দিন পর উদ্ধার হয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল -ঢাকা মহাসড়কের সাতমাইল ইউনিক পাম্পের কাছে হাত-পা বধা ও মুখে পলিথিন ঢুকানো অবস্থায় তাকে ফেলে রেখে যায় অপহরনকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়।
পরিবার তাকে মুমূর্ষু অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিখোজের ঘটনায় ২০জুন বাবুগঞ্জ থানায় একটি জিডি করে রাকিবের বড় বোন। জিডি নং-৮০৮।
অপহৃত রাকিব বলেন, ‘২৯জুন দেহেরগতি ইউনিয়নের আবুল কালাম কলেজ রোডে সন্ধ্যার দিকে একটি নির্বাচনী মিছিলের পিছন থেকে কয়েকজন মিলে কালো কাপুরে চোখ বেঁধে প্রাইবেট কারে তুলে নিয়ে যায়। এর পর কি হয়েছে তা বলতে পারবো না।
রাকিবের পরিবার বলেন,কে বা কারা কি উদ্দিশ্য তাকে তুলে নেওয়া হয় তা জানা নাই। কেউ কোন মুক্তি পনও দাবী করে নায়।
তার সাথে থাকা মোবাইল ও টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মহিউদ্দিন রাকিব বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের ওসমান ফকিরের ছেলে।
Leave a Reply