সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জের বাহেরচর কে.কে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শ্রেণির ছাত্র মোঃ রুহুল আমিন জয় (১৫) ৬দিন যাবৎ নিখোজ রয়েছেন বলে জানা গেছে। জয় বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের মোঃ জলিল ফকিরের পূত্র। নিখোজের ৬ দিন পর মুঠোফোনে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে বলে জানিয়েছে জয়ের মা মোসাঃ লাকি আক্তার। মুক্তিপণ দাবীর ঘটনা সামনে আসলে প্রশ্ন উঠেছে আসলে জয় অপহরন নাকি নিখোজ? এ ঘটনায় গতকাল র্যাব-৮ এর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এছাড়া ১৪ই সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোজ জয়ের বড় চাচা সোহেল ফকির। ডায়েরী নং-৬৮৬।
সাধারণ ডায়েরী সুত্রে ও পরিবার সুত্রে জানাযায়, জয় ১১ই সেপ্টেম্বর দুপুর ১ টায় ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। গত ৬দিনেও নিখোজ জয়ের হদিস করতে পারেনি প্রসাশন। ১৬ ই সেপ্টেম্বর সকাল থেকে জয়ের মায়ের কাছে একটি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরনকারীরা। মুক্তিপণ না দিলে জয়কে হত্যা করবে বলে হুমকি দেয় ওই চক্রটি।
এঘটনায় বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, নিখোজের ঘটনায় সাধারণ ডায়রী করা হয়েছে। নিখোজ স্কুল ছাত্রের উদ্ধারে পুলিশ চেষ্টা চালি যাচ্ছে। তবে অপহরনের প্রশ্নে তিনি বলেন ৬ দিন পর মাত্র ১৫ হাজর টাকা মুক্তিপন দাবি রহস্য জনক। জয় উদ্ধার হওয়ার পর স্পষ্ট হয়ে যাবে।
Leave a Reply