রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
আরিফ হোসেন, বাবুগঞ্জ(বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ রুপ নিতে যাচ্ছে ।যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুবাস সরকার।
তিনি বলেন, বাবুগঞ্জে করোনা(কোভিড-১৯)’র বর্তমান অবস্থা পূর্বের যেকোন পরিস্থিতি ছাড়িয়ে গেছে। তার দেয়া তথ্যানুযায়ী গত এক সপ্তাহে উপজেলার মোট ৫৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে যার মধ্যে ৩৭জন পজেটিভ সনাক্ত হয়েছে। ৩০ জুন ১০ জনের নমুনা সংগৃহীত হয়েছে যার মধ্যে ৮ জন পজেটিভ সনাক্ত হয়েছে। ০১জুলাই দুপুর পর্যন্ত মোট ৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে যার মধ্যে ৩ জন পজেটিভ সনাক্ত হয়েছে। ইদানীং শতকরা ৮০ভাগ মানুষ পজিটিভ হচ্ছে। যা এই উপজেলার জন্য খুবই চিন্তার বিষয়।
করোনা মহামারি শুরু হবার পর থেকে বাবুগঞ্জে নিরীক্ষায় মোট ২৯৭ জনকে পজেটিভ সনাক্ত করেছেন উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২২৪জন, আইসলুশনে চিকিৎসাধীন রয়েছেন ৬০জন এবং মৃত্যু বরণ করেছেন ১৩ জন। বর্তমান আক্রান্তের হার দ্রুত নিয়ন্ত্রনে আনতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে ভাবছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার। তাই সরকারের দেয়া লকডাউনের নিয়ম নীতি মেনে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দেয়া তথ্যের সত্যতা স্বীকার করে জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, আমরা নিয়মিত জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছি। ভ্যাক্সিনের বিকল্প মস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চললে বর্তমান পরিস্থিতি থেকে ফিরে আসা সম্ভব।
Leave a Reply