বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও মাইক বিতরনের পর এবার বাবুগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে ১৯২ টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের নোটিশ বোর্ড প্রদানের উদ্যোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন একটি নজির স্থাপন করলেন। বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার’র সভাপতিত্বে বোর্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহম্মেদ শিল্পী প্রমুখ।অনুষ্ঠানে বাবুগঞ্জের সকল কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসার মোট ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ওই নোটিস বোর্ড তুলে দেয়া হয়। আগামী রবিবার উপজেলার ১৩৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নোটিস বোর্ড বিতরণ করা হবে।
Leave a Reply