শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বাবুগঞ্জের উত্তর দেহেরগতি গ্রামে এক মাদকাসক্ত বখাটের বিরুদ্ধে ফার্মাসিষ্টকে প্রাণনাশসহ তার মাছের ঘের ধংশ করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে ২৯ আগষ্ট ফার্মাসিষ্ট ও মাছের ঘের মালিক মো. কবির সরদার বাবুগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে হুমকিপ্রদানকারী মাদকাসক্ত বখাটে সুরুজ হাওলাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে উত্তর দেহেরগতি গ্রামের কবির সরদার ঔষধের ফার্মেসী পরিচালনার পাশাপাশি নিজ পুকুরের সঙ্গে পাশ্ববর্তী আফসার আলী হাওলাদারের পুকুরের কিছু অংশ ৫ বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।আফসার আলী হাওলাদারের ভাই শাহজাহান হাওলাদারের ছেলে মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির সুরুজ হাওলাদার ২৬ আগষ্ট সকাল ৮টার দিকে কবির সরদারকে উত্তর দেহেরগতি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা নামক স্থানে নিরু আক্তারের চায়ের দোকানে পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালাগাল,২৪ ঘন্টার মধ্যে মাছের ঘের ধংশ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেয়।
এসময় কবির সরদারকে বখাটে সুরুজ মারধর করতে উদ্যত হলে স্থাণীয় লোকজন তাকে রক্ষা করেন। নিরাপত্তাহীনতায় থাকা কবির সরদারের আশংকা মাদকাসক্ত সুরুজ হাওলাদার যেকোন সময় তার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
Leave a Reply