সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদ্বয় প্রথম কার্য দিবসে সরকারি নিতিমালা অনুযায়ী কাজ করার অঙ্গিকার করেছে। শপথের পর প্রথম কার্যদিবসে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইসচেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান নিজ ফারজানা বিনতে ওহাব নিজ নিজ দপ্তরে কাজ শুরু করেন।
পরে তারা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান(সহকারি কমিশনার, ভূমি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় মিলিত হন। উক্ত সভায় উপস্থিত ছিলেন দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, জাহাঙ্গির নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসরাম, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদসহ উপজেলার ১৭টি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুর হক দুলাল সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দিশ্যে বলেন, আপনার জনসার্থের বাইরে কোন ধরনের কাজ ও সরকারি নীতি মালার বাইরে কাজ করবেন না। ব্যক্তি সার্থ চারিতার্থে কাজ না করে দেশ ও দশের সার্থে কাজ করলে বাবুগঞ্জ উপজেলায় জনগনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
Leave a Reply