বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মোসা. সাজেদা খাতুন মুক্তা (২০) কে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটছে বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের আ. ছত্তার হাওলাদারের বাড়িতে। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে উত্তর দেহেরগতি গ্রামে নিজ ঘরের কলেজছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ সময় কলেজছাত্রীর চিৎকার শুনে ঘরের লোকজন জেগে ওঠে এবং এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কলেজছাত্রী মোসা. সাজেদা আক্তার মুক্তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত কলেজছাত্রীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় শিক্ষার্থীর মা মোসাঃ ছাহেরা বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। কলেজছাত্রী মোসা. সাজেদা খাতুন মুক্তা উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের মৃত আ. ছত্তার হাওলাদারের কন্যা। বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মামলার কথা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
Leave a Reply