সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা॥ বাবুগঞ্জ ও মুলাদীতে বরিশাল-৩ আসন থেকে (লাঙ্গল) প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু কে ব্যপক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চমক হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা(এমপি) ও মজিবুল হক চুন্নু (এমপি)।
দলীয় সূত্র জানিয়েছে, আজ বুধবার নব নির্বাচিত এমপি গোলাম কিবরিয়া টিপু সপথ গ্রহনের পর প্রথম নির্বাচণী এলাকায় আশায় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইতি মধ্যে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু’র উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়কে শুভেচ্ছা ব্যানার ও তোরনে সজ্জিত করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় মুলাদী কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ৬টায় বাবুগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply