শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে একটি পরিবারের জন্য ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয়ের ব্রীজ ও কালবার্ট প্রকল্পের আওয়তায় ২৫ লক্ষ ৮৪ হাজার ১৩১ টাকার ব্রীজ অনুমোদন দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাযায়, বাবুগঞ্জে ২০১৮-১৯ ইং অর্থ বছরে উক্ত প্রকল্পের আওতায় ৯ টি ব্রীজের অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রনালয়। ওই ৯টি ব্রীজের অনুমোদিত তালিকার ৮ নং ক্রমিকের ব্রীজটি একটি পরিবারের জন্য বরাদ্ধ করা হয়েছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রফিয়াদি গ্রামে মামুন খলিফার বাড়ির সামনে উল্লেখিত ব্রীজটির অনুমোদন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় এলাকাবাসির পক্ষে ব্রীজটির স্থান পরিবর্তনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসকের ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা। অভিযোগ সুত্রে জানাগেছে, চাঁদাপশার ৭নং ওয়ার্ডের গাফফার মৃধার বাড়ির দক্ষিন দিকে বরিশাল সদর সংযোগ সড়ক খালের উপর ব্রীজ অথবা রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের নলি বাড়ীর সামনের খালের উপর ব্রীজ অতিব জরুরি হওয়া সত্বেও একটি বাড়ির জন্য ব্রীজ বরাদ্ধ প্রশ্ন বিদ্ধ হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রয়োজনীয় জায়গায় ব্রীজ নির্মান না করে একটি বাড়ির জন্য বরাদ্ধের মুল উদ্দিশ্য সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও ব্যক্তি সুবিধা হাচিল করাই প্রকল্পদাতাদের মুল্য লক্ষ।
তারা উর্দ্ধতনদের দৃষ্টি আকর্ষন করেন যাহাতে ব্রীজের অভাবে যে স্থানের লোক কষ্টে দিন যাপন করছে সেখানে ব্রীজটি স্থানান্তর করা হোক।এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বিষয়টি সরজমিনে দেখে জেলা প্রশাসক এর কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
Leave a Reply