শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রতিবেশীর টিনের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ঘটনাস্থলেই এবং তার শিশুপুত্র এনায়েত (৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) বিকেল ৫টার দিকে প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে উঠে ঘরনির্মাণ কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা তার ছেলে এনায়েত তাকে ধরতে গেলে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান দ্বীন আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply