সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
|| সুমন খান ||বানারীপাড়া প্রতিনিধি||বানারীপাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রী’র উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি গত বুধবার সকাল ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের কাজলাহারে ঘটেছে বলে জানাগেছে।মাছরং খালাসী বাড়ীর মৃত সুলতান খানের মেয়ে নির্যাতিত ফারজানা আক্তার রুপা(১৯)অভিযোগে জানান প্রায় ছয় বছর পূর্বে কাজলাহারের মানিক সরদারের ছেলে সিংঙ্গাপুর প্রবাসী মহসিন সরদার(৩৭)’র সাথে ইসলামী আইন অনুযায়ী বিবাহ হয়।
বিবাহর পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বিবাধ চলতে থাকে। প্রায় এক বছর পূর্ব থেকে মহসিন দেশে বসবাস করতে শুরু করে।
এর পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য স্ত্রী’র উপর নির্যাতন করত। বিগত দিন পূর্বে মহসিন ব্যাবসা করার কথা বলে দুই লাখ টাকা যৌতুক দাবী করলে স্ত্রী রুপা এক লাখ টাকা ম্যানেজ করে দেন বলে জানান। এদিকে মহসিনের পিতা মানিক সরদারের বিরুদ্ধে পুত্র বধুর সাথে আপত্তিকর ব্যাবহারের অভিযোগ ও করেন রুপা।
অপর দিকে রুপার মামা মোঃ জুয়েল বানারীপাড়া ওয়ালটনের শোরুমে চাকুরী করে বিধায় তার কাছ থেকে একটি মটরসাইকেলের ব্যাবস্থা করে দেয়ার জন্য স্ত্রীক চাপ সৃষ্টি করে স্বামী মহসিন।
তার ধারাবাহিকতায় বুধবার স্ত্রী রুপাকে এলোপাথরী লাথি ঘুষি মেরে আহত করে।
এঘটনা শুনে রুপার মা ফাতেমা বেগম ঘটনাস্থলে আসলে তাকেও লাথি ঘুষি মেরে আহত করলে থানায় অভিযোগ দিলে এস আই শাহনুর ও এ এস আই জাহিদ রুপাকে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে এ এস আই জাহিদ জানান আহত রুপার শরীরে কোন ক্ষত’র নমুনা পাওয়া যায়নি।
তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাধ থাকতেই পারে এনিয়ে শনিবার স্থানীয়ভাবে মিমাংসার কথা রয়েছে।এদিকে ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত স্বামী মহসিনের কাছে জানতে চাইলে তিনি বলেন বিগত বছর যাবৎ প্রবাসে ছিলাম ঝগড়া বিবাধ থাকতেই পারে তবে যৌতুকের বিষয়টি বানোয়াট ও মিথ্যা।
মটর সাইকেল তো আমি চালাতেই পারিনা।নির্যাতনের বিষয় বলেন স্বামী স্ত্রী তো ঝগড়া বিবাধ হতেই পারে।
Leave a Reply