সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে অব্যাহত রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া-মিলাদের অনুষ্ঠান। বুধবার (১৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত “মুক্তির মহা-নায়ক হে জনক” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মাস্টার মো. সিদ্দিকুর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুব হাওলাদারের সভাপতিত্বে শোকের আলোচনায় বিশেষ অতিথি হিসেবে কথা বলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর এ কেএম জাহিদ হোসেন সরদার।
ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইউসুব হাওলাদার, আলহাজ্ব শাকাওয়াত হোসেন, মিঠু তালুকদার, বাবু বালী, ইয়ার হোসেন, সুমন হাওলাদার, কর্মী হানিফ ঢ়ারী প্রমূখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট কালোরাতে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দোয়া-মোনাজাত পরিচালিত করেণ মহিষাপোতা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান ।
Leave a Reply