শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া।। আমি আপনাদের সেবক,আপনাদের ্ থানার ওসি। দরজাটা খুলুন বাপজান। গভীর রাতে ত্রান হাতে করে কর্মহীন পরিবারের ঘরের সামনে গিয়ে বরিশালের বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল এভাবেই হাজির হচ্ছেন।
গভীর রাতে একজন ওসিকে দরজার সামনে ত্রান হাতে দেখে আবেক আপ্লুত হয়ে পড়েন মানুষ গুলো,এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। নিত্য প্রয়োজনীয় পণ্য কর্মহীন মানুষের হাতে হাতে নিজে গিয়ে পৌঁছে দিতে পাড়ায় সৃস্টি কর্তার অপার মহিমার কৃজ্ঞতা প্রকাশ করেণ ওসি শিশির কুমার পাল।
এ সময় তিনি বলেন,আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আর একেবারে জরুরী কোন কাজ না থাকলে বাড়ির বাহির হবেন না।
ত্রান বিতরণ’র সময় গভীর রাতে তার সাথে ছিলেন,বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ,উপ-পুলিশ পরিদর্শক মো. হাফিজ,সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম,পুলিশ সদস্য মো. রেজওয়ান হোসেন প্রমূখ।
Leave a Reply