বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের খাঁচায় Latest Update News of Bangladesh

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘সরকারী ভিপি সম্পত্তি আত্মসাতের জন্য কৌশলে লিটন চন্দ্র শীল হয়েছেন ভিপি কৌশলী’ বরিশালে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেত্রী সোমা বরিশালে তামিম-মুশফিকদের সংবর্ধনা, মুহূর্তেই রূপ নিল ক্ষোভে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ দুই দিনে গ্রেপ্তার ১,৩০৮ জুলাই অভ্যুত্থান স্মরণে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ফাঁদে না পড়ার আহ্বান মির্জা ফখরুলের রাজাপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের প্রতিবাদে মানববন্ধন সব দল ও গোষ্ঠীকে নিয়ে নিরপেক্ষ থাকতে চায় ইসি বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল ট্রফি নিয়ে বেলস পার্কে, বাধভাঙা উল্লাস দর্শকদের দীর্ঘ ছর পর বরিশাল পলিটেকনিকে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান




বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের খাঁচায়

বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের খাঁচায়




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলাম বরিশাল র‌্যাব-৮’র খাঁচায়। ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বাড়ি থেকে বরিশাল র‌্যাব-৮’র এএসপি ইফতেখারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

 

২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগমবাদী হয়ে ৭ জনকে সুনির্দিষ্ট ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়াথানায় এ হত্যা মামলা দায়ের করেন।আসামীরা হলেন কাঞ্চনহাওলাদার(৪৫),শিফাতউল্লাহ (২৫),পল্লী চিকিৎসক নজরুল ইসলাম(৩৫),শুক্কুর(৫০),বেল্লাল (২৮),রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। প্রসঙ্গত রোববার ভোর রাত ৪টার দিকেবরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাওসার মারা যায়।

 

গত১১এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তীনলশ্রী গ্রামে গিয়ে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধরকরে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসাকরাতে ব্যর্থ হয়। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরাউদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরেবরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে কাওসারের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১এপ্রিল ৭ যুবককে নির্মম নির্যাতন করে আহত করে বেঁধে রাখে। স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD