রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার দূরবর্তী প্রত্যান্তণাঞ্চল বিশারকান্দি ইউনিয়ন। এই ইউনিয়নকে আগে বলা হতো সাঁকোর গ্রাম। তবে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে পাল্টে যায় সেই সাঁকোর গ্রামের পুরো চিত্র। বর্তমানে উন্নয়ন ও অবকাঠামো দিক দিয়ে শহুরের ন্যায় রূপ নিয়েছে ইউনয়নটি।
এখানকার বর্তমান পরিষদ প্রধান (চেয়ারম্যান) উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম শান্ত। বরিশাল জেলার অন্তর্গত বানারীপাড়া থানা থেকে প্রায় ২৫/৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ইউনিয়নটি। ২০১১ সালের আদম শুমারীনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ২১ হাজার ৩৪ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৭৪৮ জন ও মহিলা ১০ হাজার ২৮৬ জন। মোট আয়তন ৫ হাজার, ১শত, সতের একর।
পরিবারের সংখ্যা ৪ হাজার, ৯শত, ৯০টি। এই ইউনিয়নের প্রধান বাজারের নাম চৌমোহনা। শহরের বাজরের ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে এটি। তাই বহু বছর আগ থেকেই এখানকার জনসাধারণের দাবী ছিলো একটি পুলিশ তদন্ত কেন্দ্রের। বরিশাল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের একান্ত প্রচেষ্টায় যার দার উম্মোচন হতে যাচ্ছে শীঘ্রই। মঙ্গলবার (২৫ মে) আলাউদ্দিন স্যার তার নিজ জমি থেকে (বিশারকান্দি-চৌমোহনা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য) ৩৫ শতাংশ জমির দলিল বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠায় যার রয়েছে অনেক অবদান স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শান্ত, উপ-পুলিশ পরিদর্শক স্বপন কুমার দে, আওয়ামী লীগ নেতা আল-আমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর মধ্য দিয়ে এই ইউনিয়ন বাসীর অনেক দিনের দাবী বা স্বপ্ন বাস্তব রূপ নিতে যাওয়ায় উন্নয়নের নতুন এক মাইলফলকে পৌঁছে গেলো।
Leave a Reply