সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সুমন খান বরিশাল বানারীপাড়া প্রতিনিধিঃবরিশালের ঐতিহ্যবাহী চাখার দরবার শরীফে রহনুমায়ে শরিয়ত রাহবায়ে তরিকত,এলমে তাছউফের মহান শিক্ষক বিশিষ্ট আলেম দ্বীন, পীর কামেল আলহাজ্ব হযরত মওলানা আব্দুর রহমান চাখারী (রাঃ)আলাইহির ১৫ তম ওফাত দিবস উপলক্ষে পবিত্র ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই মার্চ রোজ বৃহস্পতিবার এবং ১৬ ই মার্চ রোজ শনিবার দুইদিন এ মাহফিলের আয়োজন করেন পীর সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান চাখারী (রাঃ) আলাইহির যোগ্য উত্তরাধিকারি মাওলানা রফিকুল ইসলাম বর্তমান পীর সাহেব তার বাবার আদর্শকে ধারন করে তিনি দিন দিন এই দরবার শরীফকে প্রসারিত করে চলেছেন। তার ভক্ত আশেকানদের সংখ্যা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার প্রথমআংশে পুরুষদের নিয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা করেন
এবং শনিবার দ্বিতীয়আংশে শুধু মাত্র মা বোনদের নিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং মা বোনদের কে ইসলাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে,সংসার জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ মাহফিলে দুর দুরান্ত থেকে হাজার হাজার ইসলাম প্রিয় আল্লাহর বান্ধা বান্ধিরা ছুটে আসেন ওয়াজ নছিহত সোনার জন্য।
মাহফিলে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ওলামায় কেরামগন ওয়াজ নছিহত করেন।পরিশেষে মিলাদ ও দোয়া মোনাজাত করেন পীর সাহেব মওলানা রফিকুল ইসলাম তিনি আখেরি উম্মার জন্য দোয়া মোনাজাত করেন। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি বলেন আমরা যে মুসলমান হিসাবে দাবি করি তার প্রথম কাজ হলো আল্লার হুকুম মান্ন করা নামাজ পড়া প্রিয় নবী হযরত মোহাম্মদ( সাঃ) এর আদর্শে উজ্জীবীত হয়ে জীবন যাপন করা তাহলেই জান্নাত এবং শান্তি মিলবে।
Leave a Reply