বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই বোন সহ চারজনকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে ভূমিদস্যুরা।
গত ১০ মে বিকেল চারটায় ওই গ্রামের হাওলাদার বাড়ীতে এই ঘটনা ঘটে। এতে হাওলাদার বাড়ীর বাকের হাওলাদারের ছেলে আবুল বাশার (৩০) ও তার বড় বোন পারভীন বেগম (৩৫)কে বেধরক কুপিয়ে জখম করা হয়। এছাড়াও তাদের চাচাতো ভাই সোহেল (২২) ও ফিরোজ (৩০) কেও কুপিয়ে আহত করা হয়েছে।
তাদেরকে স্ত্রানীয়রা উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপালাতে ভর্তি করা হয়। পরে করোনার কারনে তাদের চিকিৎসাসেবা প্রদান শেষে বাড়ীতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
আহত আবুল বাশার জানান, দির্ঘ এক বছর ধরে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামে তাদের হাওলাদার বাড়ীর ২২ শতাংশ জমি নিয়ে তার চাচাতো চাচা সত্তার হাওলাদার ও কাদের হাওলাদারের বিরোধ চলে আসছিল। সত্তার হাওলাদার ও কাদের হাওলাদার দুই ভাই এলাকার চিহিৃত ভূমিদস্যু।
তারা সাধারন মানুষকে জিন্মি করে জমি হাতিয়ে নেয়। স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় এই ভূমিদস্যু বাহীনি ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে জিন্মি করে যাচ্ছে। গত ১০ মে বিকেলে ভুমি দস্যু সত্তার হাওলাদার ও কাদের হাওলাদারের সাথে পুনরায় জমি নিয়ে আমার সাথে কথাকাটাকাটি হয়। এসময় সত্তার হাওলাদার ও কাদের হাওলাদাওর এবং তাদের ছেলে সালাউদ্দিন হাওলাদার ও নোমান মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের ডাকচিৎকারে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর বাড়ির জমি ছেড়ে না দিলে পরবর্তীতে হত্যার হুমকী প্রদান করে। পরে তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে জমি দখলের মিশনে থাকা সত্তার হাওলাদার ও কাদের হাওলাদার নিজেদেরকে জখম দেখিয়ে হাস পাতালে ভর্তি করে। এমনকি জমির প্রকৃত মালিককে জমি থেকে উচ্ছেদের জন্য থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি বলে জানাগেছে।
এই ভূমিদস্যু চক্রটি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে ত্রাস করে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছে।
এব্যাপারে বাখেরগঞ্জ থানা ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ মুঠো ফোনে বলেন বিষয়টি একই এলাকায় হওয়ার কারনে স্থানীয়ভাবে মিমাংসার মাধ্যমে সমাধান করার প্রক্রিয়া চলার কারনেই কেহ অভিযোগ দাখিল করে নাই।
Leave a Reply