বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সদরে রেজিষ্ট্রেশনবিহীন ট্রলি টমটমসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানবন্ধন করেছে বাউফল পৌর এলাকার সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বাউফল পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শ মানুষ।
এসময় এবিএম মজিানুর রহমান তার বক্তব্যে সড়কে শৃঙ্খলা ফেরানোর জোর দাবি জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাউফল উপজেলার সব সড়কে রেজিষ্ট্রেশনবিহীন ট্রলি, টমটমসহ সব অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে যদি কোন অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি হয় তার সকল দায় নিতে হবে উপজেলা প্রশাসন এবং বাউফল থানা প্রশাসনকে।
মানবন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জহির ভূইয়া এবং দৈনিক যুগান্তরের বাউফল উপজেলা প্রতিনিধি মো. শিবলী সাদেক।
Leave a Reply