বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন চলাকালিন সময়ে জাল ভোট প্রদানের অভিযোগে আনিচুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউনুস প্যাদার ছেলে। আজ রবিবার বিকাল ৩ টার দিকে ওই বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রবিবার বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য (পুরুষ) পদে নির্বাচন চলছিল। বিকাল ৩ টার দিকে এক যুবক ভোট প্রদানের উদ্দ্যেশে ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময়ে পুলিং এজেন্ট ভোটার তালিকায় তাঁর নাম খুজে না পেয়ে চেলে করে। এক পর্যায় ওই যুবক জাল ভোট প্রদান করতে এসেছে বলে প্রমানিত হয়। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ওই বিদ্যালয়ের কার্যালয় সুত্রে জানা যায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য (পুরুষ) পদে তিন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদের মধ্যে দুই জন নির্বাচিত হবেন। এর আগে অভিভাবক সদস্য মহিলা পদে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের-ই-গুল ইসলাম। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাল ভোট প্রদানের আভিযোগে একজনকে আটক করা হয়েছে। নির্বাচন এখনও শেষ হয়নি। শেষ হলে সিদ্বান্ত নেয়া হবে।
Leave a Reply