রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
মোঃ আমজাদ হোসেন:বাউফল প্রতিনিধি : পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়নের জাফ্রাবাদ গ্রামের মোঃ বাইজিদ(২বছর /৬মাস)নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যূ হয়।যানাযায়,বাইজিদ উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফ্রাবাদ গ্রামের মোঃ আলআমিন সরদার এর ছোট ছেলে।
বাড়ীর লোক জনের কাছে যানাযায়,বাইজিদ ও তার বড় ভাই মোঃ ইয়াসিন(৩বছর/৬)আজ সোমবার দুপুর ১টা৩০মি,টের দিকে তাদের বসত ঘরের সামনে গান বাজিয়ে এক আইসক্রি ওয়ালা আসে,তখন তারা দুই ভাই আইসক্রিম খাওয়ার জন্য তার কাছে যায়,বড় ভাই ইয়াসিন বাইজিদকে পাশে থাকা পুকুরে পরতে দেখে, কিন্ত সে কাউকে কিছু নাবলে আইসক্রিম ওয়ালার পিছুনেয় গান শোনার জন্য সেও অবুজ কিছু বলারনেই তাকে।
বেলা ২টা৩০মি,এর দিকে বাইজিদের দাদা মোঃ আবুল হোসেন সরদার চর থেকে গরু নিয়ে আসার পর বাইজিদকে দেখতে না পাওয়ায় তার মনে সন্দেহ যাগে,কারন সে চরে যাওয়ার সময় বাইজিদকে পুকুরপাড়ে দেখে গেছে,তার পর সে পুকুরে লাফিয়ে পরেতেই দেরি হলোনা তার পা নাড়া দেওয়ার সাথেই পায়ে লাগল বাইজিদকে,দাদু ভাই বলে চিৎকার করে উঠল বাড়ীর ও আস পাসের লোকের অনেক ভির জমল বাইজিদের বাড়ীতে।
বাইজিদকে পুকুর থেকে উঠানোর পর,তাকে কালিশুরী স্লোবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইউনিয়নে কর্তাব্যরত সরকারি ডাঃ মোঃ নাসির উদ্দিন এর সাথে পথে দেখাহয় তিনি বাইজিদকে দেখে মৃত ঘোষনা করেন।
Leave a Reply