রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলার আয়োজনে গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় ‘সারেগামাপা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। গতকাল শেষ হয়েছে এবারের আয়োজন।শেষ পর্বে বাংলাদেশের শেষ প্রতিযোগী হিসাবে দেখা যায় মাঈনুল আহসান নোবেলকে। প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা আর জেমসের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বাংলাদেশ’ গানটি দিয়ে শেষ হয় নোবেলের ‘সারেগামাপা’র সফর। অনুষ্ঠানের শুরুতে তিনি আরও গেয়েছেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি।
এবার আসরে নোবেল প্রীতমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন নোবেল। চ্যাম্পিয়ন হন অঙ্কিতা। বিচারকদের রায়ে এই ফল হলেও দর্শকের ভোটে সেরা নোবেল। তিনি ‘মোস্ট ভিউয়ার চয়েস’ বিজয়ী হয়েছেন।এমন একটু সংবাদ প্রকাশ হয়েছিল অনেক আগেই। অবশেষে সেটাই সত্যি হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে পারফর্ম বিচারেই ফলাফল এসেছে। তবে অনুষ্ঠান হওয়ার আগে কিভাবে ফলাফল এলো সেটা নিয়ে মন্তব্য করেনি।এদিকে, ফলাফল সামনে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের দাবি পুরো অনুষ্ঠান ছিল সাজানো। অনেকে বলছেন বাংলাদেশি বলেই চ্যাম্পিয়ন করা হয়নি নোবেলকে।
Leave a Reply