রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বুধবার স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ কথা জানা যায়।
এরমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ছয়জনের পদে রদবদল আনা হয়েছে।
এরমধ্যে পিরোজপুর সদর সার্কেলের রিয়াজ হোসেনকে পিরোজপুরের নেছারাবাদ সার্কেলে, ভোলা সদর সার্কেলের শেখ সাব্বির হোসেনকে চরফ্যাশন সার্কেলে, ঝালকাঠি সদর সার্কেলের হাফিজুর রহমানকে ডিএমপিতে, পটুয়াখালী সদর সার্কেলের শোভন চন্দ্র হোড়কে ডিএমপিতে, বরগুনা সদর সার্কেলের মেহেদী হাসানকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের গোলাম মোহাম্মদকে বাংলাদেশ নৌপুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
Leave a Reply