শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন ৩৫ জন প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
তিনি জানান, মনোনয়নপত্র বাছাই শেষে ৪৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল। আপিলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ও মো. জাকির খান সাগর প্রার্থীতা ফিরে পায়। তবে বরিশার-৫ (সদর) আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জন।
এ সময় তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসে ২ জন স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন চুড়ান্তভাবে বরিশালের ৬টি আসনে ৩৫ জন প্রার্থী রয়েছেন। এই ৩৫ প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসনে ৩ জন, বরিশাল-২ আসনে ৭ জন, বরিশাল-৩ আসনে ৬ জন, বরিশাল-৪ আসনে ৩ জন, বরিশাল-৫ আসনে ৬ জন ও বরিশাল-৬ আসনে ১০ জন প্রার্থী এখন রয়েছেন।
প্রত্যাহারকৃতদের মধ্যে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাকের পার্টির মো. স্বপন মৃধা, ওয়ার্কার্স পার্টির মো. জহরুল ইসলাম, আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস, জাতীয় পার্টির রঞ্জিত কুমার বাড়ৈ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বাংলাদেশ আওয়ামী লীগের সরদার মো. খালেদ হোসেন। বরিশাল-৫ (সদর) আসনে জাকের পার্টির মো. আবুল হোসাইন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ও রাজীব আহম্মদ তালুকদার রয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Leave a Reply