বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
পারভেজ প্রতিনিধি॥ মুলাদী প্যাদারহাট যুব সংগঠনের পক্ষ থেকে খুব নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে খেটে খাওয়া সাধারন জনগনের মধ্যে করোনা উপলক্ষ্যে রমজানে ইফতার সামগ্রী বিতরন করা হয়। “অসহায়কে রক্ষা, বাংলাদেশ সুরক্ষা” এই স্লোগানকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন প্যাদারহাট ইয়ং অর্গানাইজার।
০৯ই মে শনিবার থেকে কার্যক্রম শুরু হয় এবং ১০ই মে রবিবার ও কার্যক্রম অব্যাহত থাকবে।মুলাদীর প্যাদারহাট গ্রামের বিভিন্ন স্হানে দিন -মজুর মানুষের মধ্যে চাল,ডাল,তৈল,চিড়া,মুড়ি,ছোলা বুট, আলু,পিয়াজ,রসুন, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।প্রাথমিক ভাবে ৩৫ টি পরিবারের মাঝে এই পন্য বিতরন করা হয়। ইফতার সামগ্রীর পাশাপাশি করোনার সতর্কতামূলক ব্রিফিং দেয়া হয় তাদের মাঝে।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন PYO এডমিন রবিউল ইসলাম।উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রবিউল ইসলাম, সাহাদ, আদনান ইসলাম সাইদুল, রাকিবুর ইসলাম অন্তর, সোহেল প্যাদা, সাকিবুল ইসলাম এবং সজিবুর রহমান।
এছাড়া পুরো কর্মকান্ডে সাহস এবং সহযোগিতা করেছে সকল( PYO)পরিবারের সদস্য বৃন্দ।
গ্রামের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়। একঝাকঁ তরুনদের সমন্বয়ে পরিচালিত হয় এই সংগঠনটি এবং তাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাই অধিক।
এ ব্যাপারে গ্রুপের এডমিন সজিবুর রহমান জানান, প্যাদারহাট ইয়ং অর্গানাইজার আমরা সব সময় সাধারন মানুষদের নিরাপত্তা ও জনকল্যান মূলক কাজ করে যাচ্ছি “ইনশাআল্লাহ” ভবিষ্যতেও কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply