বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন সাগর ফকির।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর ফকির। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ভ্যানচালক লিয়াকত ফকিরের ছেলে।
জানা গেছে, নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করা সাগরকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য আগৈলঝাড়া হাসপাতাল থেকে রোববার বিকেলে ঢাকায় পাঠানো হয়। আহত সাগরের মা আমেনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাগরের মৃত্যুর বিষয়টি তার বাবা লিয়াকত ফকির নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাম্পত্য কলহের জের ধরে সাগরের স্ত্রী রাশিদা বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি মাদারীপুরের খোয়াজপুর টেকেরেহাটে অবস্থান করছেন। শুক্রবার বিকেলে সাগর তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে মেয়েদের নিয়ে বাড়িতে আসার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাগর ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাগরকে উদ্ধার করতে গিয়ে তার চাচাতো ভাই রমজান ফকির আগুনে ঝলসে যায়। সাগরের মা আমেনা বেগমেরও দুইহাত আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। অগ্নিদগ্ধ সাগর শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে আগুনে পুড়ে যাওয়া রমজানকে তিনদিন চিকিৎসা শেষে রোববার বিকেলে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। সাগরের মা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply