বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শামীম আহমেদ ॥ বরিশালে প্রাণঘাতী কোভিড-১৯ কোরানা ভাইরাসকে উপেক্ষা দীর্ঘদেড় মাস পর মহিলা ক্রেতারা গৃহবন্ধি থাকার পর শ্বাষ ছেড়ে ঘড় থেকে বেড়িয়ে আসতে পেরে মহা খুশি তারা।
মহা আনন্দে নগরীর বাণিজ্যিক এলাকা চক বাজারে শপিংমল ও ফুটপাতের দোকান গুলোতে কেনা কাটার জন্য শারিরীক সু-রক্ষার কথা ভুলে গিয়ে এক অপরের গায় গেসে কেনা কাটায় এমনভাবে মগ্ন হয়ে পড়েছে দেখে মনে হয় যেন চলছে ঈদ বেচা কেনার উৎসব চলছে জেলা প্রশাসনের লকডাউন আইন কেহ মানছেন না।
চকবাজার ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি সদস্যরা বিসিসি মেয়রের আহবানে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সাড়া দিয়ে দোকান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার পরও সেই মালিক সমিতি অধিকাংশ সদস্যরা তাদের নেয়া সিদ্ধান্ত ভংঙ্গ করে প্রতিষ্ঠানের অর্ধেক সাটার খুলে চালিয়ে যাচ্ছেন বেচা বিক্রি।
Leave a Reply