শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
থানা প্রতিনিধি:আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদার একাধিক মাদক মামলার আসামী মতিউর রহমান সরদার ওরফে গাঁজা মতিকে ফের গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক বিক্রির সংবাদে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ফুল্লশ্রী বাইপাস পেট্রোল পাম্প এলাকা থেকে পূর্ব সুজনকাঠি গ্রামের মজিবুর রহমান সরদারের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদকের গড ফাদার ৭টি মাদক মামলার আসামী মতিউর রহমান ওরফে গাঁজা মতিকে গাঁজাসহ এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেছে।
এ ঘটনায় রাতেই এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-১৪।
অন্যদিকে উত্তর চাঁদত্রিশিরা গ্রামে বড় ভাবীকে মারধরের ঘটনায় ভাবীর দায়ের করা মামলা নং-১৫ (২৫.১.১৯) আজাহার মোল্লার ছেলে দেবর ইউনুস মোল্লাকেক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply