বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের তালা ভেঙ্গে মালামাল চুরি হয়ে গেছে। আওয়ামীলীগ সভাপতির ঘটনাস্থ পরিদর্শন করেন। উপজেলার বড় মগড়া গ্রামে সত্য ধর্মের প্রবর্তক মহাত্মা স্মৃতি নিবারণ মন্দিরের তালা ভেঙ্গে বৃহস্পতিবার রাতে চোরের দল মন্দিরের মাইক সেট, সোলার ব্যাটারী, পিতলের পূজার উপকরণসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। রবিবার থেকে ওই মন্দিরে তিন দিন ব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের আগে চুরির ঘটনায় ওই এলাকার ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ শুক্রবার বিকেলে ঘটনাস্থ পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সভাপতি উপেন্দ্র নাথ অধিকারী জানান, চুৃরির বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।
থানার ডিউটি অফিসার এএসআই আবুল বাশার জানান, চুরির ঘটনা জানানোর জন্য একজন থানায় এসেছিলেন। সে বলেছেন রাতে আবার আসবেন, আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply