শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ভ্যানের চাকায় শাড়ীর আঁচল জরিয়ে গলায় ফাঁস লেগে সিমা আক্তার (৩২) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও গোবর্ধন গ্রামের আব্দুল লতিফের স্ত্রী ছিলেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে গৌরনদী থেকে ভ্যান যোগে বরিশাল শহরে বাবার বাড়ির উদেশ্যে যাচ্ছিলেন সিমা। পথিমধ্যে নগরীর নতুল্লাবাদ বাসষ্ট্যান্ডের কাছে আসলে অসাবধানতা বসত নিজের শাড়ির আঁচল ভ্যানের চাকায় জড়িয়ে গলায় ফাঁস লাগে। গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। এঘটনায় গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply