রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক স্কুলছাত্রী। পরে তার বাবা-মাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ওই উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বিয়ে দেয়া হচ্ছিল পার্শ্ববর্তী বসুন্ডা গ্রামের রুহুল তালুকদারের ছেলে হাসিব তালুকদারের সঙ্গে বিয়ে দেয় বাবা-মা। রোববার রাতে নিজেকে তার স্বামী দাবি করে তাদের বাড়িতে আসে হাসিব তালুকদার। বিয়ের কথা জানতে পেরে ওই ছাত্রী রাতেই দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেয়।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার জানান, ওই ছাত্রীর কাছ থেকে পুরো ঘটনা শুনে রাতেই তার বাবা-মাকে আটক করা হয়। সোমবার দুপুরে সঠিক বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
Leave a Reply