রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় করোনাভাইরাস প্রতিরোধে বাজারে ক্রেতাদের ভিড় এড়ানো নির্দেশ দিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বন্দর পুরনো মাছ বাজার সন্ধ্যা নদীর তীরে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি বাজারে আসা লোকজনকে একদিক দিয়ে প্রবেশ ও অন্যদিক দিয়ে বের হওয়ার নির্দেশ দেন তিনি। পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বৃহস্পতিবার বানারীপাড়া বন্দরবাজার পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে জরুরি প্রয়োজনে বাজারে আসা ক্রেতারা প্রতিটি দোকানের সামনে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। যাতে করে একজনের সঙ্গে অন্য ক্রেতাদের গায়ে টাচ না লাগে। এ ছাড়া আপনারা এক সড়ক দিয়ে বাজারে প্রবেশ করবেন এবং প্রয়োজনীয় খাবার কিনে নিয়ে অন্য সড়ক দিয়ে বাজারের বাইরে বেড়িয়ে যাবেন। এ সময় পৌর মেয়র দোকানি ও ক্রেতাদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
Leave a Reply