বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় জব্বার মোল্লা নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পারভিন বেগম নামে এক নারীকে আটক করেছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মৃত জব্বার মোল্লা ওই গ্রামের সিডু মোল্লার ছেলে। মেঘনা নদীতে মাছ ধরে তিনি সংসার চালাতেন। হামলাকারীদের বাড়িও একই এলাকায়।
জব্বার মোল্লার স্বজনরা জানান, সোমবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে জব্বার মোল্লা দেখতে পান একই গ্রামের রাকিব বালী উন্মুক্তস্থানে রাস্তার পাশে মল ত্যাগ করছেন। এতে জব্বার মোল্লা ক্ষিপ্ত হয়ে রাকিব বালীকে গালাগাল করেন। রাকিবও গালিগালাজ করেন।
একপর্যায়ে জব্বার মোল্লা ও রাকিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাকিব বাড়ি ফিরে তার স্বজনদের বিষয়টি জানান। এ ঘটনার জেরে বুধবার সকাল ১০টার দিকে রাকিব ও তার দুই মামা শহীদ সরদার, ইব্রাহিম সরদার, রাকিবের মা পারভিন বেগম ও নানি জয়নব বেগম লাঠিসোটা নিয়ে জব্বার মোল্লাকে বাড়ির সামনে একা পেয়ে হামলা চালান। জব্বার মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন।
এ সময় জব্বার মোল্লা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার দুই মেয়ে বাঁচাতে এগিয়ে আসেন। হামলাকারীরা জব্বার মোল্লার দুই মেয়েকে মারধর ও লাঞ্ছিত করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জব্বার মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, তুচ্ছ ঘটনার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ও পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অভিযুক্ত পারভিন বেগমকে আটক করেন। তবে পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত রাকিব বালী, শহীদ সরদার ও ইব্রাহিম সরদার।
Leave a Reply