সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পূর্ব শত্রুতা ও জমি বিরোধের জের ধরে পৃথক ভাবে হামলা চালিয়ে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে এক দল সন্ত্রাসী বাহিনী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলে ছাড়পত্র দেয়া হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আহত পরিবার। ঘটনা স্থান পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার এ এস আই মোঃ আনিছুর রহমান।
ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মন্দিরা দিঘির (উত্তর পার) এলাকার পাড়ের বাড়ি নামক স্থানে। আহত পরিবার জানান, বৃহস্পিবার (২৬ মার্চ) সকালে সাড়ে দশটার সময় পুকুরে একটি পাইপ দেয়ায় মাঠি ধসে পরে যাচ্ছে এমন অভিযোগ এনে শুক্কুর আকনকে এলোপাথারি মারধর করে একই বাড়ির জাফর মোল্লার পুত্র, রাকিব,রায়হান,আয়নালের ছেলে সুমন,রাজিব চহিদারসহ ৮/৯ জন। এসময় শুক্কুরকে মারধর করা দেখে ভাই মন্নান আকান ও মেয়ে শারমিন আক্তার (১৭) এগিয়ে আসলে তাদের ও এলোপাথারি মারধর করে জাফর মোল্লা গং ।
অপরদিকে বরিশাল শেবাচিম থেকে আহত পরিবার বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার সময় আবারো হামলা চালায় জাফর মোল্লা গং। এদিকে আহত পরিাবারকে প্রান নাশের হুমকি দেয় পাশাপাশি তাদের যাতায়াত বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এঘটনায় এয়ারপোর্ট থানার এ এস আই মোঃ আনিছুর রহমান বলেন, উভয় পক্ষকে আজ সন্থায় থানায় আসার কথা বলা হয়েছে।
Leave a Reply