মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি পরিত্যাক্ত ঘর থেকে ককটেল (হাতবোমা) ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ মে) বেলা দেড়টার দিকে উপজেলার রত্নপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।তবে কে বা কারা ককটেল ও ছুরি রেখেছে সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন,বসতঘরে ককটেল ও ছুরি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে ৫টি ককটেল ও একটি ছুরি উদ্ধার করে।ঘরটি মালিক ওই গ্রামের বাসিন্দা শ্যামল বাড়ৈ। কিন্তু তিনি ব্যবহার না করায় ঘরটি পরিত্যাক্ত ছিল।এই ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তীতে জড়িতদের সনাক্তে কাজ চলছে বলে জানান ওসি।
Leave a Reply