বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (৮ মে ) বেলা সাড়ে এগারো টায় নগরীর ২৬ নং ওয়ার্ডের জাঙ্গাল এলাকার মসজিদ বাড়ির মোর নামক স্থানে জড়ো হয়ে সেখান থেকে শেষ বাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষ করেন ওই এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ।
জরুরী খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। পরে কোতয়ালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এবিষয় হুমায়ুন কবির বলেন, বিসিসির পক্ষ থেকে ওয়ার্ডে খাদ্রসামগ্রী আসছে তা বিতরন করা হয়েছে। যারা এখনো খাদ্রসামগ্রী পায়নি তারা আগামি ২/১ দিনের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি ত্রান পাবেন। পাশাপাশি একটি তালিকা করার কথা রয়েছে । যারা ত্রাণ পাননি, তারাই আজ পথে নেমেছেন। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।
ত্রাণের দাবিতে বেরিয়ে আসা মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা এখনও কোনও ত্রাণ পাননি। এ কারণে পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার্ত অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। দ্রুত খাদ্য সহায়তা দাবি জানান তারা। অপরদিকে মিছিল করে ৫৭/৯৫ নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এসময় আরও উপস্থিত ছিল শিশু ও মহিলারা। তাদের একটাই দাবি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন অন্তত তার ব্যবস্থা করা হউক।
Leave a Reply