শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতা শিক্ষার্থী। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের ভুক্তভোগী ধর্ষিতা ছাত্রী (২৫) জানায়, সে একটি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে সন্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। দিনমজুর পিতার দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড়।
গত দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাশ্ববর্তি গোয়াইল গ্রামের সুধীর চন্দ্র মাঝির ছেলে ইতালী প্রবাসী রিপন মাঝি (৩০) এর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে গত নভেম্বর মাসের ১৫ তারিখ বাড়ি আসে রিপন।
রিপন বাড়ি আসায় সম্পর্কের সুযোগ নিয়ে গত ৫ জানুয়ারি (শনিবার) সকালে রিপন তাদের বাড়ি যায়। এসময় বাড়িতে অন্য কোন লোক না থাকার সুযোগে রিপন তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন,যার নং-৩ ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, ধর্ষিতার মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বায়িত্বে থাকা ওসি তদন্ত মো. নকিব আকরাম হোসেন জানান, তদন্ত অব্যাহত আছে। আসামী গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা চালাচ্ছে।
Leave a Reply