শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জুয়া খেলার স্থান না দেয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে তিন জুয়ারি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে একটি ওষুধের (ফার্মেসি) দোকানে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পরিবার।
ঘটনাটি ঘটেছে বাকেরঞ্জ উপজেলার উত্তর দুধল মৌ গ্রামের ১১ নং ভরপাশা ইউনিয়নের হাওলাদার বাড়ি। আহত পরিাবার জানান, মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুর দুইটার দিকে একই বাড়ির জলিল হওলাদারের পুত্র রাব্বি,সাগর ও কাদের খাঁ পুত্র হাবিব হামলাকারীরা আহত রিজিয়ার (৩০) ঘরে জুয়া খেলার জন্য প্রবেশ করে।
এসময় রিজিয়া বাধা দিলে হামলাকরীরা ক্ষিপ্ত হয়ে রিজিয়াকে অশ্লিল ভাষায় গালাগালি করে এক পর্যায় তাকে মারধর করে। রিজিয়ার ডাকচিৎকার শুনে মা রাবেয়া বেগম (৭০) এগিয়ে আসলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
এদিকে মায়ের ডাকচিৎকার শুনে ছেলে রিহৃদয় (৯) দ্রুত ছুটে আসলে ঘরের সম্মুখে এলোপাতালী পিটিয়ে আহত করে জুয়ারীরা। স্থানীরা বলেন, জুয়ারী সাগরের হাতে একটি দেশীয় অস্ত্র দিয়ে রিজিয়ার ছেলেকে আঘাত করতে চাইলে পাশে থাকা রাব্বির হাতে লেগে যায়,এতে রাব্বির হাতে জখম হতে দেখা যায়।
আহত রিজিয়া বলেন, প্রতিদিন আমার ঘরের প্রবেশ করে জুয়ার আসার বসার চেষ্ঠা করে। মঙ্গলবার দুপুরে হামলাকারী তিনজন জোরকরে ঘরে প্রবেশ করে এসময় আমি বাধা দিলে আমাকে,আমার অসুস্থ মাকে ও আমার ছেলেকে জুয়ারিরা পিটিয়ে আহত করে এঘনায় মামলা করবেন বলে জানান রিজিয়া। বিষয়টি ইউনিয়ন চেয়াম্যান আছাদ্দুজামান খাঁনকে জানানো হয়েছে তিনি দেখবেন বলেও জানান । আহত রিজিয়া মৃত সেকেন্দার আলী হাওলাদারের মেয়ে।
এবিষয় বাকেরঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ভয়েস অব বরিশালকে বলেন, হামলার বিষয় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইউনিয়ন চেয়াম্যান আছাদ্দুজামান খাঁনকে ভয়েস অব বরিশালকে জানান,ঘটনা আমি শুনছি উভয় পক্ষ আমারে ফোন দিয়েছিলো আজ তাদের ইউনিয়ন পরিষদে ডাকা হবে।
নাম বলতে অনিচ্ছুক হাওলাদার বাড়ির এক ব্যাক্তি বলেন, রাব্বির পিতা, মোঃ জলিল হাওলাদার তো আগে থেকেই জুয়ারি এর আগে একাধীকবার তাকে পুলিশে গ্রেফতার করছিলো।
Leave a Reply