বরিশালে জমি দখল করতে গিয়ে আ'লীগ-ছাত্রলীগ নেতার ভোদৌড় Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরিশালে জমি দখল করতে গিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার ভোদৌড়

বরিশালে জমি দখল করতে গিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার ভোদৌড়




নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের দপদপিয়া ব্রিজের নিচে ব্যবসায়ী এছহাক গাজীর সম্পত্তি দখলে নেয়ার পায়তারায় মত্ত রয়েছে এক কুচক্রি মহল। সম্পত্তি দখল করতে গিয়ে দখল সন্ত্রাসীরা স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে আসলেও জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সম্পত্তির স্বত্তাধিকারী ব্যবসায়ী এছহাক গাজী। তাকে এ তার পুত্রকে হত্যার হুমকি দেয়ায় পুরো পরিবার নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে- ২৪ নং ওয়ার্ডের বহিস্কৃত আওয়ামী লীগ নেতা নাজমুল, ছাত্রলীগের শুভ,মোবরক পুলিশের পুত্র আরিফসহ এক দল ক্যাডার বাহিনী সশস্ত্র অবস্থায় ২৫ আগস্ট রোববার দুপুরে আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) ব্রিজের নিচে ব্যবসায়ী এছহাক গাজীর জমি দখল সন্ত্রাসের চেষ্টা করে। সশস্ত্র ক্যাডার বাহিনী জমি জোরপূর্বক দখলে নিতে পিলার সেটে দিচ্ছিল। ওইসময়ে স্থানীয়রা টের পেয়ে একাট্টা হয়ে দখল সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা সটকে পড়ে।

পরবর্তীতে মোটরসাইকেলে বহর নিয়ে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা নাজমুল, ছাত্রলীগের শুভসহ ক্যাডার বাহিনী আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) ব্রিজের নিচে গিয়ে ব্যবসায়ীকে এছহাক গাজী ও তার পুত্র ইউসুফ গাজীকে দেখিয়ে দেয়ার হুমকি প্রদান করে। যেকোন মূল্যে তারা এছহাক গাজীর জমি দখলে নিবে বলে প্রকাশ করে। পাশাপাশি এ নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকে এলাকাছাড়া করারও হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী এছহাক গাজী।

অপরদিকে ২৬ আগস্ট বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন ব্যবসায়ী এছহাক গাজীকে হুমকি দিয়ে বলেন-আপনার একটা বাস আছে, ওই বাস কিন্তু আমি বন্ধ করে দিব। শিপন হুমকি দিয়ে বলেন- কোন সাহসে আমার লোকজনকে দপদপিয়া বিজ্রের নিচ থেকে ধাওয়া দেয়া হয়েছে। যারা জমি দখল করতে গেছেন, ওরা আমার লোক।

এ নিয়ে উচ্চবাচ্য করলে ব্যবসায়ী এছহাক গাজীকে নানা কায়দায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দেয়। তখন ব্যবসায়ী এছহাক গাজী বলেন- ওই সম্পত্তি আমার রেকর্ডিও সম্পত্তি। আমার সম্পত্তি কেন আপনার লোকে জোরজবরদস্তি করে দখল করবে।

এরপরে শিপন বলেন- ওরকম দলিলের কাগজ তৈরি করতে আমার এক ঘন্টাও লাগে না। অতএব চুপচাপ থাকো,নইলে পরিণতি ভালো হবে না। এসব প্রসঙ্গে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা নাজমুল হুদার সাথে যোগযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD