বরিশালে চরবাড়িয়া ইউনিয়নে ভোটার আতংকে সুরুজ Latest Update News of Bangladesh

রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বরিশালে চরবাড়িয়া ইউনিয়নে ভোটার আতংকে সুরুজ

বরিশালে চরবাড়িয়া ইউনিয়নে ভোটার আতংকে সুরুজ

বরিশালে চরবাড়িয়া ইউনিয়নে ভোটার আতংকে সুরুজ




নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও চরবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শহীদুল ইসলাম ওরফে ইটালি শহীদের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর করেছে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ মাহতাব হোসেন সুরুজ।

 

গত শুক্রবার ২৬ মার্চ রাতে এ হামলার ঘটনা ঘটে। শহিদের নির্বাচনী কার্যালয় ভাংচুরের পর তার পক্ষে নির্বাচন করা নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা, ভাংচুর, কর্মীদের মটরসাইকেল পুকুরে ফেলে দিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী। এ ঘটনায় গতকাল কাউনিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নং-২৩।

 

হামলার পরই কাউনিয়া থানার ওসি (তদন্ত) সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থান পরিদর্শণ করেছেন। থমথমে অবস্থার মধ্যেই ফের গতকাল ২৭ মার্চ শনিবার দুপুরে ৭, ৮ ৯, নং ওয়ার্ডে আনারশ প্রতীকের সমর্থনে পোস্টার ও ব্যানার লাগাতে গিয়ে সুরুজের ক্যাডারদের হাতে নির্যাতনের শিকার হয়েছে ইটালি শহিদের কর্মীরা। তার সমর্থিত কর্মীদের উপর ফের হামলার আশংকা জানিয়ে পুলিশের হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইটালি শহিদ।

 

এবিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর ও কর্মীদের মারধরের ঘটনা স্বতন্ত্রপ্রার্থী ফোনে অবগত করেছে। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

একই সাথে বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হামলা ভাংচুরের ঘটনা অবগত করেছে স্বতন্ত্র প্রার্থী ইটালি শহিদ। সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চরবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইটালি শহীদের ১নং ওয়ার্ডস্থ উলান বাটনার বাসভবনের সম্মুখে তার নির্বাচনী কার্যালয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: মাহতাব হোসেন সুরুজের ক্যাডার বাহিনী প্রায় ৫০টি মটরসাইকেল মহড়া নিয়ে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।

 

সন্ত্রাসীরা শহিদের নির্বাচনী কার্যালয়ের টেবিল, চেয়ার, লাইট, ব্যানার, তাঁবু ছিঁড়ে ফেলে দেয়। নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুরের শিকার ইটালি শহিদ আনারস প্রতীক নিয়ে আ’লীগের মনোনীত প্রার্থী মো: মাহতাব হোসেন সুরুজের নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

স্বতন্ত্র প্রার্থী ইটালি শহিদ বলেন, আমার নেতা কর্মীদের গত কয়েক দিন ধরেই অব্যাহতভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল মাহতাব হোসেন সুরুজের ক্যাডার বাহিনী। সর্বশেষ গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমার বাসভবনের সম্মুখে নির্বাচনী কার্যালয়ে আ’লীগ মনোনিত প্রার্থী মো: মাহতাব হোসেন সুরুজের নেতৃত্বে প্রায় ৫০ জন ক্যাডার নৌকা মার্কার স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ও কার্যালয়ে হামলা চালিয়ে পুরো কার্যালয়টি ভেঙে ফেলেন।

 

হামলাকারীরা অফিসের খুঁটি, চেয়ার, টেবিল, তাঁবু কেটে ফেলেন। হামলায় অংশ নেয় মনির গাজি, কবির হোসেন, ফিরোজ গাজি, রানা সরিফ, খোকন হাওলাদার, সফিক হাওলাদার, জসিম হাওলাদার, হাফিজ, বাচ্চু ওরফে চাডা বাচ্চু সহ একাধিক ক্যাডার। তারা আকষ্মিক ৫০টি মটরসাইকেল মহড়া নিয়ে এ হামলা ভাংচুর করে। এদিন রাতেই ইটালি শহিদের নির্বাচনী সঞ্চালক মোঃ রেজাউল করিম আমিরের বাসভবনে গিয়েও হামলা ভাংচুর করে সুরুজের ক্যাডার বাহিনী। এসময় আমিরের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে সন্ত্রাসীরা শাসিয়ে আসে, ইটালি শহিদের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করলে তার পরিমান মোটেও ভাল হবে না।

 

এলাকা ছাড়া করা হবে। ঘরবাড়ি জ্বালিয়ে দেবার হুমকি দিয়ে বলে, সুরুজের জয় সুনিশ্চিত। এলাকায় থাকতে হলে সুরুজের পক্ষে কাজ করতে হবে। অপরদিকে একই রাতে ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোঃ হাফিজুর রহমানকে লাঞ্ছিত করে সুরুজের ক্যাডার বাহিনী। পৃথক পৃথক স্থানে হামলা ভাংচুরে করে যাবার সময় ইটালি শহিদের পক্ষে কাজ করা অপর কর্মী মাসুদ হাওলারকে মারধর করে তার ব্যবহৃত মটরসাইকেল পুকুরে ফেলে দেয় সুরুজের লালিত সন্ত্রাসীরা। হামলা করে রাস্তা দিয়ে যাবার সময় স্বতন্ত্র প্রার্থী ইটালি শহিদের নির্বাচনী কর্মী দুলাল হাওলাদার ও আলাউদ্দিনকেও মারধর করে এ ক্যাডাররা।

 

এবিষয়ে কাউনিয়া থানার ওসি জানান, নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ এলার্ট রয়েছে। সামনে আর যেন কোন ধরনের অপ্রতিকর পরিস্থিতি না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃস্টি রাখছে।

 

জানা গেছে, গত ২দিন আগে আ’লীগ মনোনিত প্রার্থী মো: মাহতাব হোসেন সুরুজ বিশ্বাস বাড়ির মুকোন্দপট্টির চায়ের দোকানদার সিরাজের কাছে ভোট চাইতে গেলে সাধারন এ ভোটার সুরুজকে উদ্দেশ্য করে বলেন, ভাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে তো আপনার মুখটা একদিনও দেখলাম না।

 

এখন ভোট আবার আসছে, এখন ভোট চাইতে আসছেন। এসময় সুরুজ তেলে বেগুনে জ্বলে উঠে ভোটার সিরাজকে বেধরক মারধর করে।

 

এসময় পাশ্ববর্তি দোকানদার মন্টু সিরাজকে বাঁচাতে আসলে তাকেও লাঞ্চিত করে আ’লীগের দলীয় প্রার্থী সুরুজ।

 

এবিষয়ে আ’লীগ মনোনীত প্রার্থী মো: মাহতাব হোসেন সুরুজের প্রতিক্রিয়া জানতে তার ব্যবহৃত মোবাইলে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD