শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার নেতৃত্বে সরকারি খাসজমি দখলের হিড়িক পড়েছে। এছাড়াও জনসাধারণের নৌযান চলাচলের খাল বাঁধ দিয়ে মাছের ঘের করাসহ পজেশন আকারে ভাগ-বন্টন করে বসত-ঘর উত্তোলন পূর্বক বিক্রি করা হচ্ছে।স্হানীয় প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,চেয়ারম্যান মাছের ঘের করতে সরকারীভাবে প্রজেক্ট দিয়ে খালে ভিতরে বাঁধ নির্মাণ করা হয়েছে।স্হানীয়দের অভিযোগ, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা চেয়ারম্যান হয়ে আইন-কানুক তোয়াক্কা না করেই শ্রীপুর গ্রামের খাসজমি দখল মিশনে নেমেছে।
উপজেলা প্রশাসনের যোগসাজশে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা সরকারী জমি দখল নিয়ে চেয়ারম্যান দ্বিতলা ভবন নির্মাণ করেছে। এমনকি রাস্তার ৫-৭ লাখ ইট তুলে নিয়ে তার নিজস্ব ঘর এবং ইউনিয়ন পরিষদের কার্যলয় করেছে। সরকারি খাল দখল করে, শ্রীপুর ক্যাম্পের নামে ইউপির চেয়ারম্যানের কার্যালয়সহ নিজস্ব ভবন নির্মাণ করে।
মেম্বার মোঃ সালাম হাওলাদার সাংবাদিকদের জানান, কালাবদর-তেতুলিয়া নদীর ভাঙন কবলিত এলাকার সাধারন মানুষের নামে বরাদ্দ দেয়া ৫৫ ব্যান্ডেল ঢেউটিন আত্মসাতের পরে নিজের ঘরের ছাউনী দিয়েছেন।অবশিষ্ট কালোবাজারে বিক্রি করেছেন। এব্যাপারে দূর্নীতি দমন কমিশন অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন,কালাবদর-তেতুলিয়া নদীর ভাঙনের ফলে ৫ কিলোমিটার রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।এই রাস্তার ইট তুলে নিয়ে ঘর-বাড়ি উত্তোলন করা সহ তার অনুসারীরা বিক্রি করে। বর্তমানে শ্রীপুরের সরকারি খাল দখল নিতে বাঁধ নির্মাণ করেন। পূর্ব শ্রীপুর মৌজার এসএ ৪৮৯-৫৪০ মোট ৪৬টি দাগ বিএস খতিয়ানের ১৫০১ দাগ জমির পরিমাণ ১৮৬ একর সরকারী খাস জমি পজেশন অনুসারে বিক্রি করে লাখ লাখ টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ।
চেয়ারম্যান নেতৃত্বে ভূমিদস্যুরা হলেন, এমপির স্বঘোষিত যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমজাদ মৃধা, স্বেচ্ছাসেবক লীগের গাফফার, মিজান হাওলাদার, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল জোমাদ্দার, মেম্বার হুমায়ূন গাজী, স্বেচ্ছাসেবক লীগের মাইদুল জোমাদ্দার, সংরক্ষিত মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিনের জামাতা মোঃ আমির গাজী, চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা,কথিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ বেপারী, জয়নাল আবেদীন (জয়নাল মেম্বার), রেজাউল হাওলাদার, এমপির স্বঘোষিত যুবলীগের আহ্বায়ক আব্বাস জোমাদ্দার, নাজমুল হাসান বাদল মৃধা,মাহেব গাজী সহ অর্ধশতাধিক সন্ত্রাসীরা।
এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের বলেন, সরকারি জমির মালিক স্হানীয় চেয়ারম্যান হয়ে থাকে।স্হানীয় সংসদ সদস্য পংকজ নাথের নির্দেশে শ্রীপুর ইউনিয়নের নদী সিকস্তি জনসাধারণকে দেয়া হয়েছে।
প্রতি ৮শতক জমি বাবদ ২০০০০-৪০০০০ টাকা আদায় করা হচ্ছে।সরকারি খাল দখল করার অভিযোগ অস্বীকার করে বলেন,মাছের ঘের করতে ভূমি অফিসের অনুমতির আবেদন করা হয়েছে।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুশ চন্দ্র দে’সাংবাদিকদের বলেন,এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। সরকারি জমি ও খাল দখলের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply