শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনাভাইরাসে একজন পরিবার পরিকল্পনা পরির্দশক আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল জেলায় ৩২ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হলো। মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন করে আক্রান্ত ব্যক্তি হিজলা উপজেলার বাসিন্দা এবং সেখানেই কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার মোট ৮ জনের দেহে করোনার উপস্থিত পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন নার্স। এ জেলায় স্বাস্থ্য বিভাগে মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন চিকিৎসক, ৩ জন নার্স এবং ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক। গত ১২ এপ্রিল বরিশালে প্রথমবারের মতো মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়। ২১ এপ্রিল পর্যন্ত ১০ দিনে এ সংখ্যা ৩২ জনে গিয়ে দাঁড়াল।
Leave a Reply