সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি এ কার্যক্রম শুরু করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগ মোঃ মাজাহারুল ইসলাম সোহান’র ব্যক্তিগত উদ্যোগে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নগরীর ২৮ নং ওয়ার্ড চহুতপুর শেরে বাংলা সড়ক এলাকাল জীবানু নাশক স্প্রে দিয়ে পরিস্কার করেন।
এসময় রাস্তা ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মোঃ মাজাহারুল ইসলাম সোহান বলেন, ‘মসজিদ রাস্তা ঘাটে বিভিন্ন এলাকায় লোক আসে তাই এর গুরুত্ব বিবেচনা করে ওয়ার্র্ডের মানুষদের নিরাপদ রাখতে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছি। যেখানে লোকসমাগম ঘটবে সেখানে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে তিনি জানান।
তিনি এও বলনে, ২৮ নং ওয়ার্ড চহুতপুর শেরে বাংলা সড়ক থেকে যাতায়াত করা পরিবহনেও স্প্রে করা হয়। তিনি আরো বলেন , সরকারের নির্দেশনা মেনে চললে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি সকলের উদ্দেশ্য করে বলেন,আসুন আমরা সবাই সচেতন হই,আর অযথা বিনা কারনে ঘোরাঘুরি আড্ডা এবং জনসমাগম না করে নিজ নিজ বর্তমান অবস্থানেই অবস্থান করি।
Leave a Reply