সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের অবৈধ স্থাপনা বরিশাল সিটি কর্পোরেশন গুড়িয়ে দেয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো বরিশালজুড়ে।এরপর আবার কালাম মোল্লা ফেসবুক লাইভে এসে সিটি মেয়রকে নিষ্ঠুর বলা সহ মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলকে ফেনসিডিল ব্যবসায়ীর সহযোগী বলা সহ আরো নানা কিছু বিষয় নিয়ে কথা বলায় নগরী জুড়ে এই প্রসঙ্গই এখন টক অব দ্যা টাউন।
এরপরেই ট্রাক শ্রমিক নেতা কালাম মোল্লার বিরুদ্ধে ফুসে উঠেছে মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজন কালাম মোল্লার দুই অনুসারীকে পুলিশের হাতেও সোপর্দ করেছেন চাদাবাজীর অভিযোগে।
এর পাশাপাশি মেয়র সাদিক অনুসারী ছাত্রলীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কালাম মোল্লার অপকর্মের বিরুদ্ধে নানান প্রচারণা চালাতে থাকেন। তাকে প্রতিহত করতে তারা সাধারণ মানুষের হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে আজ সোমবার রাতে ফেসবুক লাইভে এসে কালাম মোল্লাকে অশিক্ষিত ও মূর্খ বলে অভিহিত করেছেন বরিশাল মহানগর ছাত্রলীগের বিতর্কিত নেতা রইজ আহম্মেদ মান্না।
তিনি ফেসবুক লাইভে উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন ব্যক্তি কিভাবে একজন কাউন্সিলর হলো সেটা আল্লাহ জানে। এসময় তিনি আরআরএফ পুলিশ লাইন্স এলাকার তরুন হাওলাদার নামের এক ব্যক্তিকে লাইভে নিয়ে আসেন এবং তরুন হাওলাদার কালাম মোল্লার অপকর্মের বিষয়ে বলেন, ওই এলাকায় জমি জমা সংক্রান্ত একটি ঝামেলা ছিলো প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু জমির আসল মালিক আমি হলেও কালাম মোল্লা আমার বিরোধী পক্ষে গিয়ে সে শালিসে বসেন এবং সেই শালিস আমি মেনে না নেওয়ায় আমার উপর নির্যাতন চালায় কালাম মোল্লা।
অপরদিকে বরিশাল জেলা ছাত্রলীগের মানব কল্যান বিষয়ক সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা তোহারুল ইসলাম কবির তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা ওরফে ভূমিদস্যু কালাম। আপনি এক ভিডিওতে বলেছেন আপনার বিশ- পঁচিশ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন আমাদের বিসিসি মাননীয় মেয়র মহোদয়, আপনি বলেছেন আপনার জমির দলিলপত্র আছে, ৩০ নং ওয়ার্ড ও সারা বরিশাল বাসি জানে আপনি একজন বড় ধরনের ভূমি দস্যু। আপনার সেই কাগজপত্র কোথা থেকে এনেছেন আর কোথায় পেয়েছেন সেটা একটু জানতে ইচ্ছে করছে? দখল করে জমির মালিকদের চাপ দিয়ে জমি হাতিয়ে নেওয়া আপনার দৈনন্দিন বিষয়, এইসব বিষয়ে জনগণ অবগত।
আপনি বলেছেন আপনার ভবনের প্লান করা হয়নি নির্বাচনের কারণে। নির্বাচন তো গিয়েছে অনেকদিন হয়েছে, এতদিনে আপনি কেন ভবনের প্লান করেননি? কারণ আপনি হচ্ছেন নামকরা একজন ভূমি দস্যু, দুই নাম্বার কাজ করা আপনার দৈনন্দিন স্বভাব। ৩০ নং ওয়ার্ডে বহুৎ জমি এরকম দখল করে আপনি বিক্রি ও রেখে দিয়েছেন। মিস্টার ভূমিদস্যু কালাম মোল্লা আপনি কি একজন কাউন্সিলর হওয়ার যোগ্যতা রাখেন?
নিজের আপন ছোট ভাইকে হত্যা করার জন্য রাতের বেলা নিজে গাড়িতে করে লোকজন নিয়ে অস্ত্র নিয়ে ঘুরেছেন, সেটা কিন্তু সবাই জানে। নিজের মাকে ঘর থেকে নামিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত সেই মায়ের খোঁজখবর তো দূরের কথা তার কাছে ও জান না। ভূমিদস্যু কালাম মোল্লা আপনি বলেছেন টুটুলকে কত ক্ষমতা দিয়েছেন? আপনি এই ব্যক্তির নামটা ভদ্র সহকারে নিবেন, আপনার মতন সে ভূমিদস্যু না।
মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী সে বিভিন্ন কাজ সুসংগঠিতভাবে সম্প্রদান করেন। তার একটি পা নেই তারপরও সে আমাদের চেয়ে পরিশ্রম দ্বিগুন পরিমান করে। নিজে তো খারাপ তাই অন্য কে খারাপ হিসেবেই দেখবেন এটাই আপনার স্বভাব ভূমিদস্যু কালাম মোল্লা।
এরকম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা (বিশেষ করে মেয়র সাদিক পন্থী নেতাকর্মীরা) কালাম মোল্লার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যেম আন্দোলন শুরু করেছে বলে দাবী করেছেন অনেকে।
Leave a Reply